ই-পোস্টে সেবা নিলো ই-ভ্যালি

২ ডিসেম্বর, ২০১৯ ১৪:১৭  
অনলাইনে কেনা পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদে পৌঁছে দিতে ডাকঘরের মাধ্যমে পণ্য সরবরাহের অনলাইন প্ল্যাটফরম ই-পোস্ট বেছে নিয়েছে ই-ভ্যালি। এ জন্য এই সেবা উদ্ভাবন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সঙ্গে একটি সমঝোতা স্বারক সই করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ই-পোস্ট একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ডেলিভারি ট্রাকিং, মনিটরিং এবং স্বয়ংক্রিয় সাপোর্ট প্রদানের লক্ষে দেশের ই-কমার্স ব্যবসায়ী এবং ডেলিভারি সার্ভিস প্রদানকারীদের নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যে ই-পোস্ট সার্ভিসের মাধ্যমে সফলভাবে ই-কমার্স পণ্য বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয়েছে। পাইলটিং প্রকল্প হিসাবে আজকেরডিল, বাগডুম, দারাজ, রকমারি, বিক্রয়ের পণ্য ডেলিভারিতে ই-পোস্টের ট্র্যাকিং সার্ভিস সফল হয়েছে। এই সফলতার ধারাবাহিকতায় এবার ই-ভ্যালি এই সেবা নিতে শুরু করলো। সূত্রমতে, রোববার (২ নভেম্বর) ই-ক্যাবের ধানমণ্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি পত্রটি বিনিময় করেন ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল ও ই-ভ্যালি সিইও মোহাম্মাদ রাসেল।